শিমুলিয়া ইউনিয়নে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি কারখানা সিলগালা
- আপডেট টাইম : ০১:৫১:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
- / ৩৭৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হাজী বুলবুল এর বিষাক্ত কেমিক্যাল গুড় তৈরি কারখানা টি আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন সিলগালা করেছেন,১৩ ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় আশুলিয়া থানার রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন এর নির্দ্বেশে আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার মামুন উপস্থিত থেকে কাগজপত্র বিহীন কারখানাটি বন্ধ করতে তালা ঝুলিয়ে দিয়েছেন,এসময় কারখানার গোডাউন মালীক বুলবুল বলেন,আমি কারখানাটি ভাড়া দিয়েছি যারা ভাড়া নিয়েছেন তারা গো খাদ্য তৈরি করার জন্য নিয়েছেন,আমি গুড় তৈরির বিষয়টি জানিনা,হাজী বুল বুলের তথ্য অনুযায়ী অবৈধ গুড় তৈরি কারখানার পরিচালনা পর্ষদ এর সকলেই পলাতক ছিলেন,হাজী বুল বুল নিজেই মুসলেকা লিখে কারখানা আর চালাবেনা মর্মে সহি সম্প্রদান করেছেন।উক্ত বিষয়ে চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের নিকট ফাইল বদ্ধ হয়েছে।