সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করছে বিসিক খুলনা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:১১:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
- / ৪১৯ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের শিল্পমন্ত্রনালয়ধীন-বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা শাখা, যা- ১৯-২০ কেডিএ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। উক্ত শাখা-উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের লক্ষ্যে- উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ দেয়ার সুযোগ তৈরি করে দিয়েছে- অফিস সূত্রে জানা যায়। তথ্যমতে- বিসিকের নিজস্ব তহবিল হতে ঋন পাওয়ার সুযোগ, কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ সহায়তা, অনলাইনে শিল্প নিবন্ধন, ঋণ গ্রহণের অগ্রাধিকারের সুযোগ, মেলায় অংশগ্রহণের সুযোগ-তৈরি করে দিয়েছে বিসিক খুলনা। তথ্যমতে- উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ চলমান থাকবে। এতে দূর হবে বেকারত্ব- উদ্যোক্তা হতে আগ্রহী হবে মানুষ। চাকুরীর পেছনে না ঘুরে- নিজেই চাকুরী দিতে পারবে অন্যকে। সরকারের এমন কার্যক্রমকে-সাধুবাদ জানান-খুলনার সুশীল সমাজ।
আরো খবর.......