গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত এক বৃদ্ধকে হত্যা, যুব মহিলীগের নেত্রী, আটক।

- আপডেট টাইম : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১০০০ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্ট।।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন যুব মহিলালীগের নেত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শনিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম হোসেন ও তার স্ত্রী কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার ঝুমুর তার ব্যক্তিগত বিদ্যালয় মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ওই এলাকার হযরত আলীর ছেলে আব্দুল মুন্নাবের (৬০) উপর হামলা করে। এ সময় মুন্নাব গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। পরে রোববার সকালে সে মারা যায়। এ ঘটনায় যুব মহিলালীগ নেত্রী ঝুমুরকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পরে রোববার সকালে স্থানীয় লোকজন সেলিম ও ঝুমুরের ফাসির দাবিতে মিছিল করেন।
এ ব্যপারে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।