ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন কোস্ট গার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকসহ জিম্মি থাকা দুই জেলে উদ্ধার ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার চকলেটের লোভ দেখিয়ে কিন্ডার গার্টেনের শিশুদের মাদ্রাসায় উপস্থাপন// ঠাকুরগাঁওয়ে দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কান্ড পুরোনো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান

যাত্রী সেবায়-গাজীপুর বি আর টি সি বাস ডিপো

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / ৬৬৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি) দেশের বিভাগ ও জেলায় ডিপো দ্বারা-যাত্রী ও পরিবহন সেবা দিয়ে থাকে। যা রাষ্ট্রীয় সম্পদ। ডিপোর আয় ব্যায়ের উপর ডিপো পরিচালিত হয়- ও এর হিসাব মাসে প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়- সূত্র তথ্য মতে জানান। তেমনি-গাজীপুর বি আর টি সি ডিপো হতে-যাত্রীবাহী পরিবহন দ্বারা-দেশের ভিন্ন প্রান্তে যাত্রী সরবরাহ করে থাকে। ডিপোটি অনেক পুরানো হলেও-তথ্য সংগ্রহ করে জানা যায়-পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী পরিবহন নেই- ডিপেতে। কয়েকটি গাড়ী থাকলেও লীজ নেওয়ার নামে-অনেক গাড়ী আটিকিয়ে রেখেছে কতিপয় দুস্কৃতকারী ব্যক্তি। নাম মাত্র কিছু আয় জমা দেয়-লীজ নেয়া ব্যক্তিরা। বি আর টি সি’র সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান- গাজীপুর বি আর টিসি ডিপোর পরিবহনের সংখ্যার নির্দিষ্ট তালিকা করে পরিবহণগুলো ডিপোতে এনে-ডিপো কর্তৃপক্ষ বা ডিপো ব্যবস্থাপক (ম্যানেজার) পরিবহণগুলো পরিচালনা করলে-বি আর টি সি’র আইন মোতাবেক, তখনই-গাজীপুর বি আর টি সি ডিপো-রাজস্ব জমাতে ও যাত্রী পরিবহণ সেবাতে আরো বেশি গতি পাবে।উক্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে- গাজীপুর বি আর টি সি ডিপোর ব্যবস্থাপক-মোহাম্মদ কামরুজ্জামান জানান-যাদের দ্বারা বি আর টি সি’র লাভ হবে না, তাদের বি আর টি সি’তে রাখা হবে না। যারা পূর্বে-বিভিন্ন অপরাধ করেছেন-তাদের বি আর টি সি’র আইন মোতাবেক আইনের আওতায় এনে-শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি পুরনো গাড়িগুলো-সার্ভিসিং করে চালাচ্ছি। কয়েকটি নতুন গাড়ি গাজীপুর বি আর টি সি ডিপোতে সংযোজন করলে- বি আর টি সি তে যাত্রী পরিবহণ সেবা প্রদানসহ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারতাম। যা মঙ্গল-বয়ে আনবে গাজীপুর বি আর টি সি ডিপোর জন্য।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যাত্রী সেবায়-গাজীপুর বি আর টি সি বাস ডিপো

আপডেট টাইম : ০২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি) দেশের বিভাগ ও জেলায় ডিপো দ্বারা-যাত্রী ও পরিবহন সেবা দিয়ে থাকে। যা রাষ্ট্রীয় সম্পদ। ডিপোর আয় ব্যায়ের উপর ডিপো পরিচালিত হয়- ও এর হিসাব মাসে প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়- সূত্র তথ্য মতে জানান। তেমনি-গাজীপুর বি আর টি সি ডিপো হতে-যাত্রীবাহী পরিবহন দ্বারা-দেশের ভিন্ন প্রান্তে যাত্রী সরবরাহ করে থাকে। ডিপোটি অনেক পুরানো হলেও-তথ্য সংগ্রহ করে জানা যায়-পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী পরিবহন নেই- ডিপেতে। কয়েকটি গাড়ী থাকলেও লীজ নেওয়ার নামে-অনেক গাড়ী আটিকিয়ে রেখেছে কতিপয় দুস্কৃতকারী ব্যক্তি। নাম মাত্র কিছু আয় জমা দেয়-লীজ নেয়া ব্যক্তিরা। বি আর টি সি’র সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান- গাজীপুর বি আর টিসি ডিপোর পরিবহনের সংখ্যার নির্দিষ্ট তালিকা করে পরিবহণগুলো ডিপোতে এনে-ডিপো কর্তৃপক্ষ বা ডিপো ব্যবস্থাপক (ম্যানেজার) পরিবহণগুলো পরিচালনা করলে-বি আর টি সি’র আইন মোতাবেক, তখনই-গাজীপুর বি আর টি সি ডিপো-রাজস্ব জমাতে ও যাত্রী পরিবহণ সেবাতে আরো বেশি গতি পাবে।উক্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে- গাজীপুর বি আর টি সি ডিপোর ব্যবস্থাপক-মোহাম্মদ কামরুজ্জামান জানান-যাদের দ্বারা বি আর টি সি’র লাভ হবে না, তাদের বি আর টি সি’তে রাখা হবে না। যারা পূর্বে-বিভিন্ন অপরাধ করেছেন-তাদের বি আর টি সি’র আইন মোতাবেক আইনের আওতায় এনে-শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি পুরনো গাড়িগুলো-সার্ভিসিং করে চালাচ্ছি। কয়েকটি নতুন গাড়ি গাজীপুর বি আর টি সি ডিপোতে সংযোজন করলে- বি আর টি সি তে যাত্রী পরিবহণ সেবা প্রদানসহ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারতাম। যা মঙ্গল-বয়ে আনবে গাজীপুর বি আর টি সি ডিপোর জন্য।