ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
মাসুদ মোল্লার টিস্টল ও বেকারি তে হামলা ভাংচুরে জড়িত মোস্তাফিজুর রহমান কালু ও রেনু খানম ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে লক্ষ্মীপুর জমায়াতের জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার মতবিনিময় ও প্রীতি সমাবেশ পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প উত্তরায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুসারী মাসুমের ডিগবাজি বিএনপি সেজে নিজেদের কুকর্ম আড়াল করার চেষ্টা করছে লক্ষ্মীপুরে পিস্তলসহ একগৃহ বধূ আটক ঢাকা মহাসড়ক হাইওয়ে রোডে এম্বুলেন্স ও পরিবহনের অগ্নিকান্ড কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটি গঠন ঠাকুরগাঁওয়ে স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন পিরোজপুর জেলা প্রশাসক কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ ও পৌর শহরের সৌন্দর্যবর্ধনের কিছু স্থাপনা উদ্বোধন নতুন বছরে যেসব প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

যাত্রী সেবায়-গাজীপুর বি আর টি সি বাস ডিপো

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০২:৫১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
  • / ৫৯৮ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি) দেশের বিভাগ ও জেলায় ডিপো দ্বারা-যাত্রী ও পরিবহন সেবা দিয়ে থাকে। যা রাষ্ট্রীয় সম্পদ। ডিপোর আয় ব্যায়ের উপর ডিপো পরিচালিত হয়- ও এর হিসাব মাসে প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়- সূত্র তথ্য মতে জানান। তেমনি-গাজীপুর বি আর টি সি ডিপো হতে-যাত্রীবাহী পরিবহন দ্বারা-দেশের ভিন্ন প্রান্তে যাত্রী সরবরাহ করে থাকে। ডিপোটি অনেক পুরানো হলেও-তথ্য সংগ্রহ করে জানা যায়-পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী পরিবহন নেই- ডিপেতে। কয়েকটি গাড়ী থাকলেও লীজ নেওয়ার নামে-অনেক গাড়ী আটিকিয়ে রেখেছে কতিপয় দুস্কৃতকারী ব্যক্তি। নাম মাত্র কিছু আয় জমা দেয়-লীজ নেয়া ব্যক্তিরা। বি আর টি সি’র সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান- গাজীপুর বি আর টিসি ডিপোর পরিবহনের সংখ্যার নির্দিষ্ট তালিকা করে পরিবহণগুলো ডিপোতে এনে-ডিপো কর্তৃপক্ষ বা ডিপো ব্যবস্থাপক (ম্যানেজার) পরিবহণগুলো পরিচালনা করলে-বি আর টি সি’র আইন মোতাবেক, তখনই-গাজীপুর বি আর টি সি ডিপো-রাজস্ব জমাতে ও যাত্রী পরিবহণ সেবাতে আরো বেশি গতি পাবে।উক্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে- গাজীপুর বি আর টি সি ডিপোর ব্যবস্থাপক-মোহাম্মদ কামরুজ্জামান জানান-যাদের দ্বারা বি আর টি সি’র লাভ হবে না, তাদের বি আর টি সি’তে রাখা হবে না। যারা পূর্বে-বিভিন্ন অপরাধ করেছেন-তাদের বি আর টি সি’র আইন মোতাবেক আইনের আওতায় এনে-শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি পুরনো গাড়িগুলো-সার্ভিসিং করে চালাচ্ছি। কয়েকটি নতুন গাড়ি গাজীপুর বি আর টি সি ডিপোতে সংযোজন করলে- বি আর টি সি তে যাত্রী পরিবহণ সেবা প্রদানসহ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারতাম। যা মঙ্গল-বয়ে আনবে গাজীপুর বি আর টি সি ডিপোর জন্য।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যাত্রী সেবায়-গাজীপুর বি আর টি সি বাস ডিপো

আপডেট টাইম : ০২:৫১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২
সময়ের কন্ঠ রিপোর্ট।।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি) দেশের বিভাগ ও জেলায় ডিপো দ্বারা-যাত্রী ও পরিবহন সেবা দিয়ে থাকে। যা রাষ্ট্রীয় সম্পদ। ডিপোর আয় ব্যায়ের উপর ডিপো পরিচালিত হয়- ও এর হিসাব মাসে প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়- সূত্র তথ্য মতে জানান। তেমনি-গাজীপুর বি আর টি সি ডিপো হতে-যাত্রীবাহী পরিবহন দ্বারা-দেশের ভিন্ন প্রান্তে যাত্রী সরবরাহ করে থাকে। ডিপোটি অনেক পুরানো হলেও-তথ্য সংগ্রহ করে জানা যায়-পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী পরিবহন নেই- ডিপেতে। কয়েকটি গাড়ী থাকলেও লীজ নেওয়ার নামে-অনেক গাড়ী আটিকিয়ে রেখেছে কতিপয় দুস্কৃতকারী ব্যক্তি। নাম মাত্র কিছু আয় জমা দেয়-লীজ নেয়া ব্যক্তিরা। বি আর টি সি’র সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান- গাজীপুর বি আর টিসি ডিপোর পরিবহনের সংখ্যার নির্দিষ্ট তালিকা করে পরিবহণগুলো ডিপোতে এনে-ডিপো কর্তৃপক্ষ বা ডিপো ব্যবস্থাপক (ম্যানেজার) পরিবহণগুলো পরিচালনা করলে-বি আর টি সি’র আইন মোতাবেক, তখনই-গাজীপুর বি আর টি সি ডিপো-রাজস্ব জমাতে ও যাত্রী পরিবহণ সেবাতে আরো বেশি গতি পাবে।উক্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে- গাজীপুর বি আর টি সি ডিপোর ব্যবস্থাপক-মোহাম্মদ কামরুজ্জামান জানান-যাদের দ্বারা বি আর টি সি’র লাভ হবে না, তাদের বি আর টি সি’তে রাখা হবে না। যারা পূর্বে-বিভিন্ন অপরাধ করেছেন-তাদের বি আর টি সি’র আইন মোতাবেক আইনের আওতায় এনে-শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি পুরনো গাড়িগুলো-সার্ভিসিং করে চালাচ্ছি। কয়েকটি নতুন গাড়ি গাজীপুর বি আর টি সি ডিপোতে সংযোজন করলে- বি আর টি সি তে যাত্রী পরিবহণ সেবা প্রদানসহ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারতাম। যা মঙ্গল-বয়ে আনবে গাজীপুর বি আর টি সি ডিপোর জন্য।