সংবাদ শিরোনাম ::
খুলনার দৌলতপুর সাব রেজিষ্ট্রার কার্যালয়ের বর্তমান কার্যক্রম
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:১০:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
ভূমির ক্রয় বিক্রয়ের রেজিষ্ট্রি সম্পন্ন হয় সাব রেজিষ্ট্রার কার্যালয়ে, যে কার্যালয় নিয়ন্ত্রণ করেন তাঁর লোকবল দ্বারা একজন সাব রেজিষ্ট্রার। তেমনি দেশের খুলনা জেলার-দৌলতপুর সাব রেজিষ্ট্রার কার্যালয়ে-তথ্য সংগ্রহ করে জানা যায়-উক্ত সাব রেজিষ্ট্রার কার্যালয় ১৯৮৩ সালের ১৯শে জুন স্থাপিত হয়। পুরাতন সাব রেজিষ্ট্রার ভবন যা ঝুঁকিপূর্ণ, যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে-ভবনটি, অনেকে মনে করে। নতুন ভবনে কার্যালয়টি স্থানান্ত করা দরকার।
দলিল সম্পন্নের কাজ এর অগ্রগতি ভালো, রাজস্ব আদায়ও চলমান রয়েছে- জানান অফিসে চাকরীরত এক ব্যক্তি। ভূমি রেজিষ্ট্রি সম্পন্নের কাজ অনেকটা করে থাকেন-নকল নবিশরা, নকল নবিশদের চাকুরী স্থায়ীকরণ না করলে- কাজের অগ্রগতি কম হচ্ছে, বেতন-ভাতা-সুনির্দিষ্ট তালিকা করে-দেয়া দরকার। জাতীয় খাতে নিলে-কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে, জানান-উক্ত সাব রেজিষ্ট্রার কার্যালয়ে কর্মরত-তরুন নামের এক ব্যক্তি।
দৌলতপুর সাব রেজিষ্ট্রার কার্যালয়ের বর্তমান সাব রেজিষ্ট্রার- রায়হাতুল জান্নাত।
আরো খবর.......