নিজেদের রক্ষা করতে মুকুল গংএর ভিন্নপথ অবলম্বন করে পালানোর প্রচেষ্টা
- আপডেট টাইম : ১১:০৩:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
নিজেদের রক্ষা করতে মুকুল গংএর ভিন্নপথ অবলম্বন করে পালানোর প্রচেষ্টা
নিজস্ব প্রতিনিধি।।
গাজিপুর মহানগনর ৩ নং ওয়ার্ডের বারেন্ডা মৌজায়, আব্দুল মালেক এর পৈত্রিক সম্পদ দখল করে নিয়েছেন চাঁদাবাজির মুল হোতা,সন্ত্রাসের গডফাদার মুকুল গং,তার সাথে সক্রিয় হয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন,ইদ্রিস মোল্লা,যাদের দুইদিন আগে নুন আনতে পান্তা ফুরাত, আজ তারা শত শত কোটি টাকার মালীক,ইদ্রিস মোল্লা পেশায় একজন দর্জী, মুকুল ভবঘুরে বাউণ্ডুলে,এদের কাজ হলো পরসম্পদ দখল চাঁদাবাজি মাদককারবারী,সহ বিভিন্ন অপকর্ম,এদের সহযোগী হিসাবে দুরদৃষ্টি দিতে অর্থ বানিজ্য করছেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা,এদের বিরুদ্ধে গাজিপুর মেট্টপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ও কাশিমপুর থানা সহ বিভিন্ন আদালতে একাধিক মামলা রুজু করা হলেও, কোনো এক অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে,রক্ষা করে চলেছেন নিজ দলের সন্ত্রাসবাহিনীদের,এরা আঃলীগের নাম ভাঙিয়ে দলীয় নেতাকর্মীদের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাচ্ছেন।এই মুকুল গং এর নিজের নেই কোনো কাগছপত্রাদী তবে সে ভাড়ার টাকা উঠাতে মরিয়া,মুকুল গং নিজেদের দোষ ধামাচাপা দিতে সকালের সময় নামক একটি পত্রিকায় কোনো তথ্য ছাড়া নিউজ সম্প্রাচার করেছেন,যেটা আদৌ সত্য নয়,দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন হাওলাদার জসিম বলেন,তথ্য ছাড়া মিথ্যা নিউজ প্রকাশ করার কারনে জাতির বিবেক আজ তলিয়ে যাচ্ছে,অনতিবিলম্বে সম্পাদক প্রকাশক ও সদ্য মিথ্যা নিউজ সংগ্রহকৃত প্রতিনিধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব,আমি আশাকরছি অনিয়ম দুর্নীতির রাজা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা চাঁদাবাজির মুল নায়ক মুকুল গং পালিয়েও বাঁচতে পারবেনা,উক্ত বিষয় নিয়ে তদন্ত পর্যবেক্ষণ পূর্বক ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করি।