গাজিপুর মহানগর (১) নং ওয়ার্ডের বরিশালের টেক এ কালেক্টরী খাঁশ জমিতে বসত বাড়ি নির্মান
- আপডেট টাইম : ০৪:৫৮:০৩ অপরাহ্ণ, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ জামাল হোসেন স্টাফ রিপোর্টার।।
গাজিপুর মহানগর (১) নং ওয়ার্ডের দক্ষিন বাগবাড়ি (৫৩৩ নং) মৌজার (৬৮) দাগের কালেক্টর খাঁশ,জমিতে বসত বাড়ি নির্মান,সরকারি রাজস্ব ফাকি দিয়ে,নিয়মনীতিকে বিদ্ধাঙ্গলী দেখিয়ে বরিশালের টেকে সম্পূর্ণ কালেক্টরী খাঁশ জমিতে,বসত বাড়ি নির্মান করছেন আমিনুল ইসলাম নামের এক ব্যাক্তি,খোঁজ নিয়ে জানাযায় ক্ষমতাসীন দল আঃলীগের নাম ভাঙ্গিয়ে প্রবীন নেতাকর্মীদের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাচ্ছেন কতিপয় কিছু নব্য হাইব্রীড পাতি নেতা,উক্ত বিষয়ে কাশিম ভূমি নায়েব লুৎফর রহমান এর মুঠোফোনে বিষয় টি জানার চেষ্টা করলে,তিনি বলেন, কালেক্টরী খাঁশ জমিতে বসত বাড়ি নির্মান করছে এটা সঠিক,তবে চলমান কাজ আমরা বন্ধ রেখেছিলাম,কিন্তুু ওরা গায়ের জোরে দলের নাম ভাঙ্গিয়ে চুরি বাটপারি করে কাজ চালিয়ে যাচ্ছেন,এটা আমাদের বোধগম্য নয়,(১)নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি লিটনের কাছে মুঠোফোনে বিষয়টি জানার চেষ্টা করলে,তিনি বলেন বরিশালের টেক পুরাটাই খাঁশ জমি,জানিনা কারা কিভাবে বসত বাড়ি নির্মান করছে,তবে সরকার বিষয়টি কিভাবে দেখবে বা দেখছেন আমি জানিনা,সরকারের রাজস্ব ফাকি দিয়ে বসত বাড়ি নির্মানের বিষয়টি চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ করে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।