ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় রুহিয়ায় পুলিশের অভিযানে আটক ২  কোস্টগার্ডের অভিযানে ১টি দেশীয় স্যুটার গান সহ ৩ জন আটক কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন ও শান্তি নিবিড় পাঠাগার এর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হলো পাথরঘাটায় শূন্য থেকে কোটিপতি ফ্রিল্যান্সার বেলাল হোসেন, করছেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সড়কে ঝরলো যুবকের প্রান

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সাথে বিরূপ ও অমর্যাদাকর আচরণে ক্ষুদ্ধ হয়েছে উপস্থিত সাংবাদিকরা।

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:৫০:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ১৮৩ ০.০০০ বার পাঠক

নাটোর নিজস্ব প্রতিনিধি মোঃ সাহাবুল আলম।।

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সাথে বিরূপ ও অমর্যাদাকর আচরণে ক্ষুদ্ধ হয়েছে উপস্থিত সাংবাদিকরা। খোলা আকাশের নীচে তপ্ত রোদে সাংবাদিক গ্যালারি করা হয়েছে। সাংবাদিকরা রোদের মধ্যে বসে দায়িত্ব পালন করার পর দুপুরে পানি বিহীন নিম্নমানের খাবার পরিবেশন রীতিমতো অমানবিক আচরণের সামিল হয়েছে। এতে উপস্থিত সাংবাদিকরা দারুণ ভাবে ক্ষুদ্ধ হয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর-৪ আসনের এমপি ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সকাল থেকেই নাটোর জেলা থেকে সিনিয়র সাংবাদিকসহ উপজেলার তিনটি প্রেসক্লাবের প্রায় ৩ ডজন সাংবাদিক দায়িত্ব পালন করতে উপস্থিত হন। সম্মেলন মাঠে এসে দেখা যায় আ’লীগ নেতা-কর্মীদের জন্য সামিয়ানার নিচে চেয়ার সাজানো। অথচ সাংবাদিক গ্যালারি খোলা আকাশের নীচে। সেখানে সকাল থেকে বিকেল অবধি প্রখোর রোদের মধ্যে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। দুপুরে সাংবাদিকদের ডেকে নিম্নমানের খাবার দেয়া হয়। সেখানে পানি না থাকায় ‘একটু পর পাবেন’ বলে পানি আর আসেনি। দেখা গেছে নাটোর প্রেসক্লাব ও ইউনাইটেড প্রেসক্লাবের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক নিম্নমানের খাবার না খেতে পেরে হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন।

এদিকে সম্মেলনের জন্য আমন্ত্রণপত্র আগের দিন রাত ৯টার দিকে কয়েকটি প্রেসক্লাবে পাঠানো হয়েছে। সাংবাদিকদের জন্য যাতায়াত খরচ প্রদানের কথা থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সাংবাদিকদের তা দেয়া হয়নি। সবমিলিয়ে সাংবাদিকদের সাথে এমন রুঢ় আচরণে বিস্মিত হয়েছে গোটা সাংবাদিক সমাজ।

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা জানান, সম্মেলনের নিউজ কাভারেজ করতে গিয়ে সাংবাদিকদের সাথে এমন বিরূপ বা রূঢ় আচরণ সত্যিই দুঃখজনক। এমন আচরণ প্রত্যাশিত নয়।

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকদের যারা মর্যাদা দিতে জানেন না তারা কোন ভাবেই শুদ্ধ চর্চার ব্যক্তি নয়। সাংবাদিকদের সাথে এমন অমানবিক আচরণ কোন ভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, সম্মেলনে গণতান্ত্রিক চর্চাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সিলেকশনের ভিত্তিতে আব্দুল কুদ্দুস মিয়াজীকে সভাপতি ও এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সাথে বিরূপ ও অমর্যাদাকর আচরণে ক্ষুদ্ধ হয়েছে উপস্থিত সাংবাদিকরা।

আপডেট টাইম : ০৪:৫০:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

নাটোর নিজস্ব প্রতিনিধি মোঃ সাহাবুল আলম।।

নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সাথে বিরূপ ও অমর্যাদাকর আচরণে ক্ষুদ্ধ হয়েছে উপস্থিত সাংবাদিকরা। খোলা আকাশের নীচে তপ্ত রোদে সাংবাদিক গ্যালারি করা হয়েছে। সাংবাদিকরা রোদের মধ্যে বসে দায়িত্ব পালন করার পর দুপুরে পানি বিহীন নিম্নমানের খাবার পরিবেশন রীতিমতো অমানবিক আচরণের সামিল হয়েছে। এতে উপস্থিত সাংবাদিকরা দারুণ ভাবে ক্ষুদ্ধ হয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর-৪ আসনের এমপি ও জেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সকাল থেকেই নাটোর জেলা থেকে সিনিয়র সাংবাদিকসহ উপজেলার তিনটি প্রেসক্লাবের প্রায় ৩ ডজন সাংবাদিক দায়িত্ব পালন করতে উপস্থিত হন। সম্মেলন মাঠে এসে দেখা যায় আ’লীগ নেতা-কর্মীদের জন্য সামিয়ানার নিচে চেয়ার সাজানো। অথচ সাংবাদিক গ্যালারি খোলা আকাশের নীচে। সেখানে সকাল থেকে বিকেল অবধি প্রখোর রোদের মধ্যে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। দুপুরে সাংবাদিকদের ডেকে নিম্নমানের খাবার দেয়া হয়। সেখানে পানি না থাকায় ‘একটু পর পাবেন’ বলে পানি আর আসেনি। দেখা গেছে নাটোর প্রেসক্লাব ও ইউনাইটেড প্রেসক্লাবের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক নিম্নমানের খাবার না খেতে পেরে হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন।

এদিকে সম্মেলনের জন্য আমন্ত্রণপত্র আগের দিন রাত ৯টার দিকে কয়েকটি প্রেসক্লাবে পাঠানো হয়েছে। সাংবাদিকদের জন্য যাতায়াত খরচ প্রদানের কথা থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সাংবাদিকদের তা দেয়া হয়নি। সবমিলিয়ে সাংবাদিকদের সাথে এমন রুঢ় আচরণে বিস্মিত হয়েছে গোটা সাংবাদিক সমাজ।

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা জানান, সম্মেলনের নিউজ কাভারেজ করতে গিয়ে সাংবাদিকদের সাথে এমন বিরূপ বা রূঢ় আচরণ সত্যিই দুঃখজনক। এমন আচরণ প্রত্যাশিত নয়।

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকদের যারা মর্যাদা দিতে জানেন না তারা কোন ভাবেই শুদ্ধ চর্চার ব্যক্তি নয়। সাংবাদিকদের সাথে এমন অমানবিক আচরণ কোন ভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, সম্মেলনে গণতান্ত্রিক চর্চাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সিলেকশনের ভিত্তিতে আব্দুল কুদ্দুস মিয়াজীকে সভাপতি ও এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।