সংবাদ শিরোনাম ::
বিশ্ব নদী দিবসে লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রীন ভয়েস’র মানববন্ধন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১১:২৬:৩৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ২৫৭ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
‘নদী বাঁচাও জীবন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা, সানিয়াজান, সিংগীমারীসহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ওই উপজেলার মেডিকেল মোড় এলাকায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এতে সংগঠনের সকল সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সমন্বয়ক মাজহারুল রিফাত, ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায়, গ্রীন ভয়েস’র সদস্য রিফান খান, রবিউল ইসলাম জীবন, সোহাগ চন্দ্রসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নদী দূষন, দখলসহ সে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা মানুষের কারনেই হয়েছে। কিন্ত আমরা ভুলে গেছি মানুষ যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে। কারন পরিবেশের ক্ষতি হলে মানুষ বাঁচতে পারবে না। আসুন আমরা সবাই মিলে নদীকে রক্ষা করি।
আরো খবর.......