সোনারগাঁয়ে মানব সেবায় স্বেচ্ছায় রক্তদান” ও দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন
- আপডেট টাইম : ০৩:২৪:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৩৯০ ৫০০০.০ বার পাঠক
জসিম উদ্দিনঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরিতে যুব সমাজের সহযোগিতায় “ঝাউচর মানব সেবায় স্বেচ্ছায় রক্তদান” গ্রুপের নামে একটি স্বেছাসেবী সংগঠন শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুর ইউনিয়ন এর ঝাউচর রেনেসাঁ কিন্ডারগার্টেন বালুর মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। একই সময়ে করোনা প্রতিরোধে ৫০০ ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবীরা , ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উপদেষ্টা পলাশ চৌধুরী, সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক অমিত হাসান মিরাজ,সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ঝঅউঙ) নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা মো. নওয়াব, সমন্বয়ক রাকিবুল হাসান অপু, সদস্য মোসলেহ উদ্দীন, রায়হান মোল্লা, ঝাউচর মানবসেবা স্বেচ্ছায় রক্তদানের এডমিন গাজী ফয়সাল উপস্থিত ছিলেন।
এ সময় ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উপদেষ্টা পলাশ চৌধুরী বলেন, বিনামূল্যে রক্তদানসহ যুবসমাজকে সকল প্রকার অন্যায় থেকে বিরত রাখার সচেষ্টা করে কাজ করে যাচ্ছি। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ভুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।