তালার খেশরায় বাড়িতে গিয়ে ফ্রি করোনা রেজিস্ট্রেশন করছেন একদল স্বেচ্ছাসেবক
- আপডেট টাইম : ০৯:২৭:০২ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ আগস্ট ২০২১
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
শেখ সিরাজুল ইসলাম।।
তালা উপজেলার খেশরা ইউনিয়নে করোনা টিকার রেজিষ্ট্রেশন কাজে ফ্রি সেচ্ছাশ্রম দিচ্ছে বেশ কিছু তরুণ সেচ্ছাসেবক ও সেচ্ছাসেবী সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে টিকা ক্যাম্প করে নির্ধারিত বয়সী সকলকে টিকার আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়েছে তালা উপজেলা খেশরা ইউনিয়ন তরুণ সেচ্ছাসেবকরা।
সকাল ০৯ থেকে স্বেচ্ছাসেবীরা টিকা রেজিষ্ট্রেশন ফরম নিয়ে ছুটে চলেছে মানুষুর দুয়ারে। ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে করছেন ফ্রি করোনা টিকার রেজিষ্ট্রেশন।
খেশরা ইউনিয়নে সেচ্ছাসেবক হিসাবে মানবিক এই কাজে নিঃস্বার্থে নিজেদের নিবেদন করেছেন
মোঃ তানবীর হোসেন, মোঃ মেজবাহ রহমান, মোঃ আজমীর হোসাইন হৃদয়, মোঃ সাব্বির হোসেন প্রমুখ। করোনা মহামারীকালে এই মানবিক কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন সেচ্ছাসেবী সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশন, ছাত্র ঐক্য ফাউন্ডেশন।