সাংবাদিক আল আমিন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা থেকে বহিষ্কার
- আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ণ, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ৫৬৬ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরো।।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সমালোচিত সাংবাদিক আল আমিন সরকার কে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ আগষ্ট)সকালে ঐ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার (জসিম) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,পত্রিকার নিয়মনীতি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পত্রিকার দিনাজপুর জেলার ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধি মোঃআল আমিন সরকার কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। উল্লেখ্য যে, সাংবাদিক আল আমিন সরকার দীর্ঘ দিন ধরে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার নীতি বিরোধী কাজে লিপ্ত রয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পত্রিকা থেকে বহিষ্কার করা হয়। এব্যাপারে দৈনিক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার(জসিম) বলেন, পত্রিকার নীতি বিরোধী কাজে জড়িত থাকায় আল আমিন সরকার কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও খবর পাওয়া।।
আমি মোঃজাহাঙ্গীর আলম,দিনাজপুর জেলা প্রতিনিধি। দৈনিক সময়ের কন্ঠ। পত্রিকার সম্পাদক মহদ্বয়ের নিকট সুপারিস করছি যে, দিনাজপুর জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আল আমিন সরকার বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ায় রাজশাহী ডিবি পুলিশ ও বিরামপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়। যেহেতু পত্রিকার আইডি কার্ড বহন করে এমন প্রতারণা করে এবং গ্রেফতার হয়ে পুলিশের নিকট এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে প্রতারণার কথা স্বীকার করেন। সেহেতু সাংবাদিক হিসেবে এমন কর্ম করায় আমাদের বহুল প্রচারিত দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং সাংবাদিকতা পেশা ও সাংবাদিক মহলের মানসম্মান ক্ষুন্ন হয়। তাই আমি তাকে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা সকল কার্যক্রম থেকে বহিষ্কার পুর্বক তাকে প্রদান করা পত্রিকার আইডি কার্ড ফেরত নেওয়ার জন্য সুপারিশ করছি।