যশোরের শার্শায় লকডাউন বাস্তবায়নে ইউ এন ও সেনাবাহিনী সহ পুলিশের কঠোর অবস্হান
- আপডেট টাইম : ০৪:৫৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ৩২০ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলায় বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে ইউ এন ও সেনাবাহিনী সহ পুলিশের বিভিন্ন স্থানে কঠোর অবস্হানে দেখা গেছে।
সোমবার (২৬,জুলাই ) সকাল ১০ টার সসময় যশোর শার্শার রামপুর বাজার, ধল্লা বাজার, জামতলা বাজার, বাগ আচড়া বাজার, বসতপুর বাজার, সেতাই বাজার, আমলাই বাজার, গোগা বাজার, অগ্রভুলট বাজার, খলসি বাজার, কাগজপুকুর বাজার, শার্শা বাজার ভ্রাম্যমাণ আদালতের সরকারি দিক নির্দেশনা অমান্য ও স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করাই শার্শা উউপজেলায় মোট ৫টি দোকানে ২২০০, টাকা জরিমানা করা হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে জনগনকে সচেতন করতে শার্শা উপজেলা প্রশাসক মীর আলিফ রেজা, ও সেনাবাহিনী সহ পুলিশ যৌথ ভাবে শার্শার বাগআঁচড়া এবং ৭ মাইল বাজারে কঠোর লক ডাউন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শার্শা উপজেলা প্রশাসক মীর আলিফ রেজা বলেন,আইন ও ধারা: দন্ড বিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা দন্ডের কারণ: মাস্ক না পড়া, স্বাস্থ্যবিধি না মানা, মূল্য তালিকা না রাখা ও সরকারী বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন দোকানে জরিমানা এবং নিত্য প্রযোনীয় দ্রব্য মুল্যের তালিক ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দুরুত্ব বজায় রাখা ও স্বাস্হ বিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহার করা জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য হ্যান্ড মাইকে নির্দেশ প্রদান করা হয়েছে ।
এ সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল উপস্হিত ছিলেন।