মোংলা কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাথাসহ ১২ কেজি হরিণের মাংস ও ০১ জন শিকারী আটক

- আপডেট টাইম : ০৪:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা।।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি হরিণের মাথা, ১২ কেজি হরিণের মাংস এবং ০১ জন হরিণ শিকারীকে আটক করে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ আক্তার (৩০), পিতাঃ বকস গাজী, গ্রামঃ নলিয়ান, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা। জানা যায়, আটককৃত হরিণ শিকারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনের প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি। জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।