চেয়ারম্যানের বোনের নামে দুর্যোগ সহনীয় ঘর
- আপডেট টাইম : ১১:০৭:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
- সরকারি খাস জমিতে নির্মান
সময়ের কন্ঠ রিপোর্টার।।
দুর্যোগ সহনীয় ঘর নিজের বোনের নামে বরাদ্দ এবং তা সরকারি খাস জমিতে নির্মাণের অভিযোগ উঠেছে জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সূত্রমতে, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া দুর্যোগ সহনীয় ঘর নিজের বোনের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। একইসাথে সরকারি নিয়ম অনুযায়ী ওই ঘর পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তিতে নির্মাণ করার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তার বোনকে দেওয়া ওই ঘর সরকারি খাস জমিতে নির্মাণ করে দিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন তদন্ত করে গত একটি প্রতিবেদন দাখিল করেছেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বোনের নামে বরাদ্দকৃত ঘরটি সরকারি খাস জমিতে অবস্থিত বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া যেসব ব্যক্তির নামে দুর্যোগসহনীয় ঘর বরাদ্দ দেওয়া হয়েছে তা ব্যক্তি মালিকানাধীন জমির উপর নির্মাণের কথা থাকলেও চেয়ারম্যান অবৈধভাবে সরকারি খাস জমিতে তার বোনের নামে বরাদ্দ করা ঘরটি নির্মান করে দিয়েছেন।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বরিশাল বিভাগকে চিঠি লেখেন। চিঠিতে বলা হয়, চেয়ারম্যানের বোনের নামে বরাদ্দকৃত ঘরটি সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছে। যা বিধিবিধান বহির্ভূত বলে প্রতীয়মান হয়।
চিঠি পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ বরিশালের সহকারী পরিচালক শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন উপজেলা নির্বাহী অফিসারকে চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নিয়ে স্থানীয় সরকার বিভাগ বরিশাল কার্যালয়কে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি তদন্ত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। তার তদন্ত প্রতিবেদনে একমত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগ বরিশাল কার্যালয়কে অনুরোধ করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ আমাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তাই পূর্ণরায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।